নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহতরা হলেন, জেসমিন আকতার (২৭) ও তার মেয়ে সুমাইয়া আকতার (৮)। এঘটনায় নিহত জেসমিনের স্বামী মোটর সাইকেল চালক সাজু আহম্মেদ (৩২) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেইল বাসস্ট্যান্ড এলাকায় তার মালিকানাধীন সুমাইয়া ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ডে পৌঁছলে পেছন দিক থেকে আসা বগুড়াগামী সিমেন্ট বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজুর স্ত্রী জেসমিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশু সুমাইয়া ও তার বাবা সাজুকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। এঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ জব্দ করা হয়েছে। নিহত মা-মেয়ের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর