১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

কুড়িগ্রামে ত্রাণ দিতে গেলেন অন্তত জলিল

নিজস্ব প্রতিবেদক:

বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে কুড়িগ্রাম গেলেন চিত্রনায়ক অন্তত জলিল।বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান তিনি।কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যা কবলিত কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেন এই চিত্রনায়ক।

চিলমারীর হেলিপ্যাডে অবতরণ করার পর অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে আমি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’

সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, ‘আমি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ আছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ