১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

ভারত, নেপাল ও বাংলাদেশে বন্যায় মৃত্যু হাজারেরও বেশি

নিজস্ব প্রতিবেদক:

ভারত, নেপাল ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই তিন দেশে গত দুই সপ্তাহে বন্যায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় বিগত এক দশকের মধ্যে বন্যায় এত প্রাণহানি ঘটেনি বলে দাবি করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

রেড ক্রসের দাবি অনুযায়ী, এই তিন দেশ মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দুই কোটি ৪০ লাখ। গত ১০ আগস্ট পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা ৮০০। বন্যা পরিস্থিতির উন্নতি না-হওয়ায় বহু মানুষ এখনও ঘরছাড়া। ভারতের বিহার ও আসামের অবস্থা শোচনীয় হলেও, এর মধ্যে ভারী বর্ষণ না-হওয়ায় উত্তরবঙ্গের পরিস্থিতির উন্নতি হচ্ছে।

রেড ক্রসের আন্ডারসেক্রেটারি-জেনারেল জগন চ্যাপাগেন জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় বন্যা পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলি থেকে প্রাপ্ত পরিসংখ্যানে বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

জগন জানান, গত কয়েক দশকের মধ্যে দক্ষিণ এশিয়ায় বন্যায় এত ক্ষয়ক্ষতি হয়নি। নেপাল ও বাংলাদেশের এক তৃতীয়াংশ বন্যাকবলিত। গ্রামের পর গ্রাম পানিতে ডুবে আছে। চারপাশে ডায়েরিয়া, ডেঙ্গু ও এনেসেফোলাইটিসের প্রকোপ বাড়ছে। শুধু নেপালের বন্যার্তদের জন্যই প্রায় সাড়ে ২২ কোটি রুপি প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।

বন্যা কবলিত নেপালের বীরগঞ্জ শহরের মহম্মদ সহি মুদ্দিন বলেন, রাস্তায় ধারে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রাত কাটাচ্ছি। রাস্তাতেই মরতে হবে। আমাদের ঘর জলে ভেসে গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ২:১৩ অপরাহ্ণ