১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

পাকিস্তানকে ‘বলির পাঁঠা’ করতে পারবে না যুক্তরাষ্ট্র : খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে নিজেদের সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। এমনটাই বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

সম্প্রতি আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানকে সমর্থন দেয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির অবস্থান নিয়েও সমালোচনা করেছে দেশটি। এসব সমালোচনা ও অভিযোগ প্রত্যাখ্যান করে এমন বক্তব্য দিলেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জানিয়েছেন, পাকিস্তান সরকার তালেবানদের বিষয়ে ‘অবস্থান না বদলালে’ তারা যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, নিজেদের স্বার্থেই পাকিস্তানকে এ পদক্ষেপ নিতে হবে এবং পাকিস্তানের স্থিতিশীলতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের স্বার্থ জড়িত।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ন্যাটো জোটে অংশীদারিত্ব ছাড়াই ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা ও শত শত কোটি ডলারের সহায়তা পেয়ে থাকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ২:১০ অপরাহ্ণ