নিজস্ব প্রতিবেদক:
ওইমেক্স ও পরবর্তী সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস-২০১৫-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী এ আবেদন করতে হবে। এর আওতায় ফিক্সড প্রাইজ পদ্ধতির প্রথম আইপিও ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) সম্পর্কে স্পষ্ট ধারণা এরই মধ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ডিএসই কর্তৃপক্ষ। যা আগামী ২৮ আগস্ট পর্যন্ত নিয়মিত চলবে।
ডিএসই সূত্রে জানা গেছে, ওইমেক্স ইলেকট্রোড ও পরবর্তী আইপিওগুলোর ক্ষেত্রে ডিএসইর নির্দিষ্ট করা ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে ইএএস সিস্টেমের মাধ্যমে শেয়ার ক্রয়ের আবেদন করতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে। এছাড়া আগে একেকটি ইআই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ারের ১০ শতাংশ পর্যন্ত কেনার আবেদন করতে পারলেও বর্তমানে তা ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অবশ্য ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা তাদের জন্য বরাদ্দকৃত শেয়ার কেনার আবেদন বিদ্যমান নিয়মে ব্রোকারেজ হাউজের মাধ্যমেই করতে পারবেন।
দৈনিক দেশজনতা/এন এইচ