১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

মাদারীপুরে হাসপাতালে সংঘর্ষে আহত ৫, আটক ২০

নিজস্ব প্রতিবেদক:

রোগীর ভর্তিকে কেন্দ্র করে মাদারীপুর সদর হাসপাতালে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।  ঘটনাস্থল থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে শহরের আলহাজ্ব আমিনউদ্দিন হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্র পিয়াল হাসান ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাকিল সরদারের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় পিয়াল ও শাকিলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সদর হাসপাতালে এসে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন পাঁচজন। ভাঙচুর করা হয় হাসপাতালের কক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এরপর সদর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক কুমার ঘোষ বলেন, হঠাৎ করেই কিছু বুঝে না উঠতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ