১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

খাগড়াছড়ি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

 

নিজস্ব প্রতিবেদক:

সড়কের চারিদিকে গর্ত আর গর্ত। কিছু স্থানে ইট-সুরকি উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিনত হয়েছে। ভাঙা কিছু অংশ জানান দিচ্ছে পিচঢালাইয়ের অস্তিত্ব। এমন বেহাল হওয়ার পরও পৌর কর্তৃপক্ষের নজর পড়ছে না এই সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও চার গ্রামের স্থানীয় লোকজন। বর্তমানে এই সড়ক দিয়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ চিত্র খাগড়াছড়ি পৌরসভায় উপজেলা নিচের থেকে সবুজবাগ সড়কে। স্থানীয়রা জানান, প্রতিদিন ওই সড়ক দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও রিকশায় চার গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এই সড়কে রয়েছে শ্বশান, বাঙালি ছাত্র পরিষদের ছাত্রাবাস ও একটি প্রাথমিক বিদ্যালয়। বৃষ্টি হলে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছায়

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটিতে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও রিকশা চলছে হেলেদুলে। কিছু স্থানে ইট-সুরকি উঠে গিয়ে এক কিলোমিটার সড়কে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। আবার কোন অংশ দেখে বোঝা দায়, সেখানে কখনো পিচঢালাই ছিল। কিছু স্থানে সড়কের দু’পাশ ভেঙে যাওয়ায় সড়কের প্রস্থও সংকীর্ণ হয়ে গেছে। ফলে যে কোন গাড়ি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ এই ভাঙা সড়ক দিয়েই আট বছর চলাচল করছে কয়েক হাজার মানুষ।

সড়ক দিয়ে চলাচল করা লোকজন জানান, এক কিলোমিটারে এ সড়ক দিয়ে অন্তত মাস্টার পাড়ার কিছু অংশ, সবুজ বাগ, কুমিল্লা টিলা ও রসুলপুর গ্রামের বাসিন্দারা যাতায়াত করে থাকেন। কিন্তু এ সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সবুজবাগ এলাকার আব্দুর রহিম জানান, আগে পাঁচ টাকা ভাড়া দিয়ে উপজেলা আসা যেত। এখন সেখানে ২০ টাকা ভাড়া দিয়ে বিকল্প রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। তাছাড়া এই সড়ক দিয়ে সহজেই গাড়ি আসতে চায় না। এলে চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করেন।

টমটম চালক মান্নান ও হাসান  জানান, সড়ক ভাঙা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে গাড়ি চালালে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তখন ভাড়ার সব টাকা চলে যায়। এই কারণে এই রাস্তা দিয়ে সহজে গাড়ি চালাই না। গাড়ি চালালেও যাত্রীদের থেকে বাড়তি টাকা দাবি করি।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জানান, বিশাল এ পৌরসভায় বিভিন্ন সড়কে সমস্যা রয়েছে। সবুজবাগের সড়কটিও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে রয়েছেন। আমরা ইতোমধ্যে একটি পরিকল্পনা মাফিক প্রকল্প হাতে নিয়েছি। এই সড়কসহ খাগড়াছড়ি পৌরসভার সব সড়ক শিগগিরই সংস্কার করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ