২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৮

কোন ধরনের তদন্ত হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে কোন ধরনের তদন্ত হচ্ছে না। খবর বিবিসির।

এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(এফবিআই)’র ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাকাবে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, রাশিয়া নিয়ে জোরেসোরে তদন্ত চালিয়ে যাবে এফবিআই। এরপরই ট্রাম্প ঐ বক্তব্য দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন বিচার বিভাগ সুপারিশ না করলেও তিনি এফবিআই এর প্রধান জেমস কোমিকে বরখাস্ত করতেন।

মার্কিন টিভি নেটওয়ার্ক এনবিসিকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প কোমিকে ‘নাটক করছিলেন’ বলে সমালোচনা করেন। এর ফলে এফবিআই সংকটের মধ্যে পড়েছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোন সংশ্লিষ্টতা ছিল কিনা, সেনিয়ে তদন্ত বন্ধে তিনি কোমির ওপর চাপ প্রয়োগ করেছিলেন- এমন অভিযোগ তিনি নাকচ করে দেন।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ