১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৩

টিউবওয়েল চাপলেই বেরোচ্ছে গরম পানি।

দেশ জনতা ডেস্ক:

প্রায় ৫০ বছর ধরে টিউবওয়েল চাপলেই বেরোচ্ছে গরম পানি। এ ঘটনা ঘটছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কয়েকটি গ্রামে। এসব টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে মিথেন গ্যাস পাওয়া যায়। সে জন্য পানিটা টিউবওয়েল থেকে বের হওয়ার পর একধরনের গন্ধ হয়। এই পানি সঙ্গে সঙ্গে পান করা ক্ষতিকর। এ ছাড়া প্রতি লিটার পানিতে ১ দশমিক ৫ মিলিগ্রাম ম্যাংগানিজ পাওয়া গেছে।

স্বাভাবিক পানিতে এই উপাদান থাকার কথা শূন্য দশমিক ১ মিলিগ্রাম। পানিতে মাত্রাতিরিক্ত ম্যাংগানিজ থাকায় পানি পিচ্ছিল। পানিতে পিএইচের পরিমাণ পাওয়া গেছে ৯ দশমিক ৮, স্বাভাবিক খাবার পানিতে যার পরিমাণ থাকে ৬ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৫। এই উপাদান বেশি থাকার কারণে পানি হাতে-পায়ে বা শরীরে লাগলে চুলকায়। এই পানি পানে আলসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

প্রকাশ :মে ১২, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ