২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

ত্রাণ নিয়ে দুর্নীতি হলে ক্ষমা নেই : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য রয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে ক্ষমা করা হবে না।
বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে কাজ শুরু করতে না পারবে ততদিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। ঈদের পর বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ শুরু হবে।
দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো স্বজনপ্রীতি নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করুন। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে ক্ষমা করা হবে না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, সংসদ সদস্য মমতাজ বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা  কামাল মোহাম্মদ রাশেদ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৫:৫৮ অপরাহ্ণ