নিজস্ব প্রতিবেদক:
পণ্যবাহী একটি ট্রাক রাস্তার মাঝে বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে করে চরম ভোগান্তি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ যানজট বুধবার বিকেল পর্যন্তও কাটেনি। মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু হয়ে সোনারগাঁ হয়ে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে সব ধরনের যানবাহন থেমে রয়েছে। কয়েক লাখ যাত্রী ঢাকা-চট্টগ্রামগামী লেনে আটকা পড়েছে। শুধু দূরপাল্লার গাড়ি নয়, কাছাকাছি গন্তব্যের গাড়িগুলোও যানজটে পড়ে থমকে রয়েছে। যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়েও ব্যর্থ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় মঙ্গলবার রাতে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও গোমতি সেতুর পূর্বপাশে দুটি বাস দুর্ঘটনার কবলে পড়লে যানজট দীর্ঘ হতে থাকে। তবে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নিলেও যানজট কমেনি।
এছাড়াও দুটি সেতুতে ওজন মাপার মেশিনে ট্রাক ও লরিসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন ওজন মাপার জন্য দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা, টোল আদায়ের ধীরগতি, বৃষ্টিতে যান চলাচলের ধীরগতির কারণে যানজট আরও দীর্ঘ হয়। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে টোল প্লাজার অসাধু কর্মকর্তা কমচারীরা যেসব পণ্যবাহী ট্রাক বা লরি ওজনের স্কেলের আওতায় পড়ে না সে সকল পণ্যবাহী ট্রাকগুলো মহাসড়কের উপর দাঁড় করিয়ে রাখায় যানজট দীর্ঘ হতে থাকে। ফলে মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈবুর রহমান বলেন, মহাসড়কের দুটি টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি এবং ওজন মাপায় দীর্ঘ লাইনে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে অন্য গাড়িগুলো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাছাড়া মহাসড়কে ট্রাক বিকল হওয়া ও বাস দুর্ঘটনার কারণে যানজট তীব্র হতে থাকে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি