২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৫

বাংলাদেশের প্রতিনিধি থাকছেন বিশ্ব একাদশে

স্পোর্টস ডেস্ক:

শুধু বাকি দিন তারিখ ঠিক করাই। এ ছাড়া অন্য সব কিছুই চূড়ান্ত। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে সেপ্টেম্বরেই আইসিসি বিশ্ব একাদশ আসছে পাকিস্তান সফরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান সফরে বিশ্ব একাদশের কোচ থাকছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের সাবেক এই কোচ এরই মধ্যে বিশ্ব একাদশের খেলোয়াড়দের বাছাইও করে ফেলেছেন। তিনি বেছে নিয়েছেন মোট ৭টি দেশের ১৫ জন ক্রিকেটারকে। স্কোয়াডের সবার নাম জানানো না হলেও পিসিবির ওই কর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তানে আসছেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসি ও হাশিম আমলা।

এই দুই প্রোটিয়া ব্যাটসম্যান শুধু স্কোয়াডেই থাকছেন না, বিশ্ব একাদশকে তাদের যে কোনো একজন নেতৃত্বও দেবেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ডু প্লেসির দায়িত্বটা পাওয়ার সম্ভাবনাই বেশী। তবে আমলাও বিশেষ সফর বলে দায়িত্বটা পেতে পারেন। ‘দক্ষিণ আফ্রিকা ও বিশ্ব ক্রিকেটের বড় দুই নাম, হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসি বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরে আসছেন। তাদের মধ্য থেকে একজন দলটিকে নেতৃত্ব দেবেন।’-পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনকে বলেছেন পিসিবির ওই কর্মকর্তা।

সফরে বিশ্ব একাদশ পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি ম্যাচই হবে। আইসিসি ও পিসিবি এখন বিশ্ব একাদশের খেলোয়াড়দের টাকা এবং বীমার বিষয় নিয়ে আলোচনা করছে। কোচ ফ্লাওয়ারের বাছাই করা খেলোয়াড়েরা নাকি এরই মধ্যে চুক্তিপত্রে সই করে ফেলেছেন। কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে । ইতিবাচক এই সংবাদের ভেতরে নেতিবাচক খবর হলো, ভারত ও অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার বিশ্ব একাদশে থাকছেন না! তবে বাংলাদেশের প্রতিনিধি থাকছেন ঠিকই। তবে একজন নাকি বেশী, তা জানা যায়নি। নামও জানা যায়নি। পিসিবির নব নির্বাচিত চেয়ারম্যান নাজাম শেঠি গত সোমবার নিশ্চিত করেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান-এই ৭টি দেশের ১৫ জন ক্রিকেটার বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরে আসছেন। ভারত খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।’

ভারতীয় ক্রিকেটার না থাকার কারণটা তবু জানা গেল। কিন্তু ঠিক কী কারণে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার থাকছেন না, সেটা জানা যায়নি। তবে পিসিবি কর্তারা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটার না থাকলেও তা নিয়ে শঙ্কিত নয়। তারা বরং আশাবাদী, এই সফরের মধ্যদিয়েই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের বন্ধ দরজাটা আবার খুলে যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ