স্পোর্টস ডেস্ক:
টেস্টে ক্রিকেটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ১১ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে। দুই দল ২০০৬ সালে সর্বশেষ যখন মুখোমুখি হয়েছিল, তখনকার প্রেক্ষাপট ও বর্তমানের মাঝে অনেক ফারাক। দুই দেশের ক্রিকেটেই আমুল পরিবর্তন এসেছে। তখন অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম দল ছিল। আর বাংলাদেশ টেস্ট ক্রিকেট শুধু নয়, সব ধরণের ক্রিকেটেই পায়ের নিচে মাটি খুঁজে চলেছে। অস্ট্রেলিয়া এখন আর আগের মতো প্রবল প্রতাপশালী দল নয়। এখান থেকে বাংলাদেশও হেলায় উড়িয়ে দেওয়ার জায়গায় নেই। অসি ক্রিকেটারদের তাই আলাদা করে ভাবতে হয়ে টাইগারদের নিয়ে। অসি ক্রিকেটারদের কারো কারো ২৭ আগষ্ট প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে বোধ হয় ঘুম হারাম। বুধবার সেটিরই আভাস সংবাদ সম্মেলনে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের কথায়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়া প্রতিদিনের মতোই এদিন অনুশীলনে এলো। আর ম্যাক্সওয়েল আসেন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে। মোস্তাফিজ ও সাকিব আল হাসান প্রসঙ্গ থাকলো ২৮ বছরের ব্যাটিং অল রাউন্ডারের কথায় বেশ খানিকটা সময় জুড়ে। মোস্তাফিজকে নিয়ে বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘নিঃসন্দেহে মোস্তাফিজুর বৈচিত্র্যময় একজন বোলার। আইপিএলে আমরা তার বিপক্ষে খেলেছি। আরো বেশি টেস্ট ক্রিকেটে খেলার জন্য সে হয়তো তার বলের গতি কমিয়ে দিয়েছে। তবে এখনো সে অসাধারণ বোলার। যার বল সুইং করার ক্ষমতা আছে এবং অবিশ্বাস্য স্লোয়ার দিতে পারে। সে গতানুগাতিক বাহাতি বোলার নয়।’
আইপিএলের কারণেই মোস্তাফিজের ক্ষমতা সম্পর্কে জানেন ম্যাক্সওয়েল। মোস্তাফিজ ২০১৬ সালে প্রথমবার খেলতে গিয়েই আসর মাতিয়েছিলেন। তবে মোস্তাফিজকে এরপর ইনজুরির কারণে বেশি কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছে । সর্বশেষ আইপিএলে তো একটি ম্যাচের বেশি খেলার সুযোগই হয়নি। তবে মোস্তাফিজকে যে এখনো আগের মতো ভয় পাচ্ছেন ম্যাক্সওয়েল তা তার কথাতেই পরিস্কার। শেষ মুহূর্তে বলের গতি কমিয়ে দিয়ে ইচ্ছে তেমন কব্জির ব্যবহারের ডেলিভারিতে ব্যাটসম্যানদের দারুণ ভাবে বিভ্রান্ত করে থাকেন মোস্তাফিজ। কব্জির কাজটা তার অসাধারণ। মোস্তাফিজে মুগ্ধ ম্যাক্সওয়েল তাই বলেন, ‘এটি বুঝতে পারা খুব কঠিন।’
শুধু মোস্তাফিজ নয় সাকিব আল হাসানকেও বড় হুমকি মানছেন ম্যাক্সওয়েল। সাকিব সম্পর্কে বলতে গিয়ে এই জানালেন, ‘একই বিষয় বললো সাকিবকে নিয়েও যে সত্যিই অভিজ্ঞ একজন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে সে বিশ্বের সেরা অল রাউন্ডার। সে অসাধারণ একজন ক্রিকেটার।’ সাকিব-মোস্তাফিজের বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে হবে সেটাও জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল, ‘টেস্ট সিরিজে তাদের বিপক্ষে প্রভাব বিস্তার করতে হলে সত্যিই আমাদের ভালো খেলতে হবে এবং আমরা খেলায় নিজেদের সেরা প্রমাণ করতে চাই।
দৈনিকদেশজনতা/ আই সি