১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। সরকার নিজেই এই ষড়যন্ত্র করছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদ থেকে সরানোর চেষ্টা করলে এদেশের জনগণ তা মেনে নিবে না। তিনি আরো বলেন, মানসিক অসুস্থতার অজুহাতে সরকার প্রধান বিচারপতিকে পদ থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করছে বলে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ