১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

বার্সেলোনায় জঙ্গিবিরোধী সমাবেশে বাঙ্গালী প্রবাসীরা

দৈনিক দেশজনতা ডেস্ক:

সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম কমিউনিটি’ শিরোনামে প্রায় একশ ৪০ টি ইসলামি সংস্থা ও সংগঠন বার্সেলোনার প্লাসা কাতালুনিয়ায় সমবেত হয়ে সমাবেশ ও মৌন মিছিল করেছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো, সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার মানুষ ওই সমাবেশে অংশ নেয়। সমাবেশে জঙ্গিবিরোধী প্লেকার্ড, ফেস্টুনসহ বিভিন্ন দেশের জাতীয় পতাকা নিয়ে লোকজন অংশগ্রহণ করেন। নানা রকম স্লোগানে এ সময় কাতালুনিয়ার সমাবেশ মুখরিত হয়ে ওঠে।

হাজারও কণ্ঠে ধ্বনিত হতে থাকে, ‘ইসলাম হল ভালোবাসা আর শান্তির ধর্ম’, ‘আমাদের ভয় নেই’, ‘বার্সেলোনা বেঁচে থাকুক’, ‘আমরা মুসলমান, আমরা জঙ্গি নই’, ‘সন্ত্রাসকে না বলুন’, ‘বার্সেলোনা একত্রিত, আমরা কখনও ব্যর্থ হব না’, ‘আমরা কাতালান, আমরা মুসলমান’।
ওই সমাবেশে আরব বংশোদ্ভূত হিজাব পরিহিত এক মুসলমান তরুণী কান্না বিজড়িত কণ্ঠে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা মুসলমান, আমরা জঙ্গিদেরকে মনে-প্রাণে ঘৃণা করি, বার্সেলোনাবাসীর মত আমরাও জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছি। বার্সেলোনা আমরা তোমাদের সঙ্গে আছি!’

ওই তরুণীর বক্তব্য স্থানীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর সমাবেশে অংশগ্রহণকারীরা মৌন মিছিল নিয়ে ঘটনাস্থল রামলা প্রদক্ষিণ করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বার্সেলোনায় জঙ্গি হামলায় ১৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটে। ইতোমধ্যেই ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

রামলায় পথচারীদের ওপর উঠিয়ে দেয়া গাড়ির চালক ইউনুস আবু ইয়াকুব বার্সেলোনা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে পুলিশের গুলিতে নিহত হন।সুইসাইডাল ভেস্ট পরিহিত অবস্থায় তাকে গুলি করে হত্যার কথা জানিয়েছে স্পেনের পুলিশ। সোমবার দেশটির টেলিভিশনের খবরে বলা হয়, ওই ব্যক্তি গত সপ্তাহে বার্সেলোনায় গাড়ি হামলার সঙ্গে জড়িত ছিলেন।

স্পেনের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ওই ব্যক্তি গত সপ্তাহে বার্সেলোনায় গাড়ি হামলা চালিয়ে ১৪ জন লোককে হত্যা করেছেন। সোমবার পুলিশ তাকে গুলি চালানোর আগ মুহূর্তে চিৎকার করে ইয়াকুব বলছিলেন, ‘আল্লাহ মহান।’ সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোতে মুসলমানদের সংশ্লিষ্টতার কারণে যে ইমেজ সঙ্কট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য জঙ্গিবিরোধী ওই সমাবেশ ও মৌন মিছিল করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য কাতালুনিয়ার ওই সমাবেশ বিশেষ গুরুত্ব বহন করবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ