১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

ঢামেক থেকে আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি সুজন (২৬) নামের এক হাজতী পালিয়ে গেছে। বুধবার ভোড় সাড়ে ৫টার দিকে বার্ণ ইউনিটের ৪ তলা থেকে ডান্ডাবেরীসহ পালিয়ে যায় সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাস্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজন কেরানীগঞ্জ মডেল থানার মাদক মামলার আসামি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল দুপুরে তাকে ঢামেক বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তার পাহারায় ছিলো আল আমীন ও সুজন নামের দুই কারারক্ষী। বুধবার ভোরে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ডান্ডাবেরীসহ পালিয়ে যায় সুজন।

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ