১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

চবি’র ইসলামের ইতিহাস বিভাগের ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক:

ইন্টারনেট নির্ভর বর্তমান প্রজন্মকে ইতিহাস সম্পর্কিত বিষয়গুলো সহজে পেতে সহযোগিতা করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইতিহাস ক্লাবের উদ্যোগে (www.historyclabcu@gmail.com) নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২১ শতকের এই যুগে প্রযুক্তির ব্যবহার অতি প্রয়োজনীয়। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অনেক থিসিস তৈরী করি কিন্তু পুস্তক আকারে প্রকাশ করি না। ফলে শিক্ষার্থীরা এর সুফল লাভ করতে পারে না। এই ওয়েবসাইটের মাধ্যমে এগুলোকে সকলের জন্য প্রকাশ করা যাবে এবং এতে সহজেই ইতিহাসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানের আহবায়ক ও এই ওয়েবসাইটের অন্যতম উদ্যোগতা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সালেহ্ মুহাম্মদ আব্দুল্লা বলেন, ইন্টারনেট নির্ভর বর্তমান প্রজন্মকে ইতিহাস সম্পর্কিত বিষয়গুলো সহজে পাওয়া যায় না। ইতিহাস বিষয়ক এসব তথ্য যাতে করে সহজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সকলেই ইন্টারনেটের মাধ্যমে পেতে পারে তাই আমাদের এই উদ্যোগ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ইতিহাস বিষয়ক বিভিন্ন গবেষণা করেন সেই থিসিসগুলো লাইব্রেরির কোণায় পড়ে থাকে। শিক্ষার্থীসহ সকলে যাতে সহজে এসব বিষয় জানতে পারে ও ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য সবাই এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ