২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৯

আফ্রিদি প্রথম সেঞ্চুরির দেখা পেলেন টি-টুয়েন্টিতে

নিজস্ব প্রতিবেদক:

বুড়ো আফ্রিদি মাতালেন ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্ট। মঙ্গলবার আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে ডার্বিশায়ারের বিপক্ষে হ্যাম্পশায়ারের হয়ে রিতীমত ঝড় তুললেন ৩৭ বছরের পাকিস্তানি তারকা। ৪৩ বলে করলেন ১০১ রান। টি-টুয়েন্টি ক্রিকেটে এটিই আফ্রিদির প্রথম সেঞ্চুরি। ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি এদিন সেঞ্চুরি ছুঁয়েছেন ৪২ বলে। পঞ্চাশ স্পর্শ করেন ২০ বলে। তার দুর্দান্ত ইনিংসে হ্যাম্পশায়ার পেয়েছে ১০১ রানে বিশাল জয়। এবছরের গোড়ার দিকে আন্তর্জাতিক ক্রিকেটেকে বিদায় বলেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৮টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান দলকে। টেস্ট ও ওয়ানডেতে যথাক্রমে ৫টি ও ৬টি করে ছিল সেঞ্চুরি। তবে একটা অতৃপ্তি নিয়েই ক্রিকেট ছাড়তে হয়েছে জনপ্রিয় এই ক্রিকেট তারকাকে। টি-টুয়েন্টি ক্রিকেটের সঙ্গে নিজের ব্যাটিং সবচেয়ে মানানসই হলেও কোন সেঞ্চুরি ছিল না তার। তবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে না হলেও অবশেষে এই সংস্করণে শতকের দেখাটা পেলেন আফ্রিদি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ