১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

শরীয়তপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে ১২শ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকৃতরা হলেন নড়িয়া উপজেলার লোনসিন গ্রামের আলী আহমেদ সরদারের ছেলে জাকির সরদার (২২), হাতেম আলী ছৈয়ালের ছেলে জাকির ছৈয়াল (২৪) ও আতাউর রহমান দেওয়ানের ছেলে শাখাওয়াত দেওয়ান (২২)।

ডিবি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকালে পালং-জাজিরা সড়কের ডোমসার ইউনিয়নের ভাস্কর্দি এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করছিলেন তারা। এ সময় জাজিরার দিক থেকে একটি পালসার গাড়ি যোগে তিন যুবকে আসতে দেখে গাড়ির গতিরোধ করা হয়। তখন গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাদের মধ্যে আতঙ্ক কাজ করে। তখন সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটা ১২পিচ ইয়াবার পেকেট উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৯:৪৩ পূর্বাহ্ণ