২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে সরকার: জামায়াত

নিজস্ব প্রতিবেদক:

সরকার শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, নাটোর শহর শাখার আমির মাওলানা রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের নাটোর শহর শাখার সেক্রেটারি হাফেজ আবদুর রহমান ও অফিস সেক্রেটারি হাফেজ মাসুদ রানাকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। নাটোরে পুলিশ বিনা পরওয়ানায় জামায়াত-শিবিরের তিন নেতাকে গ্রেফতার করেছে। অন্যায়ভাবে তাদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মী ও জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। নাটোর শহর শাখার আমির মাওলানা রাশেদুল ইসলামসহ সারা দেশে জামায়াত ও ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৯:৩২ অপরাহ্ণ