১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

শনিবার গাইবান্ধা-বগুড়ায় ত্রাণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি দেখতে এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেলে ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রাণ বিতরণ করবেন। পরে বিকেলে তিনি বগুড়ার সারিয়াকান্দি যাবেন এবং সেখানে ত্রাণ বিতরণ করবেন।

তবে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে সরকারি পর‌্যায় থেকে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী দিনাজপুর ও কুড়িগ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, পরবর্তী ফসল না ওঠা পর‌্যন্ত খাদ্য পাবেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। এ ছাড়া যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ি করে দেয়া হবে। সরকারের প্রতি ভরসা রাখতে বন্যার্ত মানুষকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ