১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:০০

কবিতা
হারিয়ে যাব
শফিকুর রহমান আদর

হারিয়ে গেলে আমায় খুঁজে আর পাবি না
আমায় ছেড়ে একলা তখন রইবি কেমন
সেই কথাও আর ভাবি না।
আর পাবিনা যখন যাব মিলিয়ে দূরে
ওই সুদূরে, যেথায় গেলে যায় পাওয়া যায়
মেঘের ভেলা, তারার মেলা
নেই তো কারো সুক্ষ্ম কোন অবহেলা।
মিলিয়ে যাব দূরের কোন সবুজ বনে
অবুঝ টিয়ার সেই আবাসে অবুঝ মনে
রইব পড়ে আপন ঘরে,
থাকবে নাতো ভাবনা কোনো,
কাটিয়ে দিব সারা বেলা,
ফুল পাখিদের দেখব খেলা
পারবি না আর করতে আমায়,
সুক্ষ্ম কোন অবহেলা

 

 

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৬:৫৭ অপরাহ্ণ