২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

যুবলীগ নেতা চপলের জামিন নামঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি:  

আদালত হাওররক্ষা বাঁধ দুর্নীতির মামলায় গ্রেফতার সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের জামিন নামঞ্জর করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় চপলের আইনজীবী মানিক লাল দে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন বিচারক মো. শহীদুল আমিন। দুদকের পিপি অ্যাডভোকেট আইনুল ইসলাম ও অ্যাডভোকেট পরিতোষ রায় বাদী পক্ষে মামলা পরিচালনা করেন। আসামি পক্ষের আইনজীবী মানিক লাল দে’কে সহযোগিতা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম রওনক। উল্লেখ্য, চপলকে গত মঙ্গলবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে  গ্রেফতার করা হয়। এর আগে ২ জুলাই সুনামগঞ্জের হাওররক্ষা বাঁধ ভেঙে হাজার কোটি টাকার ফসলহানি ও বাঁধ দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফরুক আহমদ বাদী হয়ে পানি উন্নয়ন পানি উন্নয়ন বোর্ড এর ১৫ কর্মকর্তাসহ ৪৬ জন ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক খায়রুল হুদা চপল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ