২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

পাকিস্তানকে ট্রাম্পের সতর্কবাণী

আন্তর্জাতিক ডেস্ক:

উগ্রবাদীদের ‘নিরাপদ স্বর্গ’ হিসেবে পাকিস্তানকে আর সহ্য করবে না ওয়াশিংটন এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে দক্ষিণ এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা কৌশল ঘোষণার সময় পাকিস্তানকে সতর্ক করে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে আমাদের যৌথ প্রচেষ্টার অংশীজন হিসেবে পাকিস্তান অনেক লাভবান হয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের আশ্রয় দিলে তারা এ সুযোগ হারাবে।

এছাড়া এদিন আফগানিস্তানে চলমান লড়াইয়ে জিততে চান বলেও উল্লেখ করেন তিনি। এজন্য আফগানিস্থানকে যাবতীয় সহায়তার আশ্বাসও দেন। ট্রাম্প বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূন্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। ফোর্ট মাইয়ার সেনা ঘাঁটি থেকে তিনি ওই ভাষণ দেন তিনি।

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ২:২৯ অপরাহ্ণ