১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

রাজধানীতে ৫০ লাখ জাল টাকাসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০ লাখ জাল টাকাসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জাল নোটের প্রতারক চক্রটি অনেক দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযানকালে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ