১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ায় গোসল করতে গিয়ে সোমবার সন্ধ্যায় একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো- কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে সাকিরিন (৪), সাকিরিনের চাচাতো বোন মোতালিবের মেয়ে মোর্শেদা (৪) এবং তাদের ফুফাত বোন নরসিংদী জেলার মনোহরদী থানার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা (১১)।
হাবিবা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। নিহতরা সবাই সম্পর্কে চাচাতো,মামাতো ও ফুফাতো বোন।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে ওই তিন শিশু একসঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় বৃষ্টি শুরু হলে তারা বৃষ্টির পানিতে গোসল করার জন্য পাশের একটি ডোবায় নেমে পানিতে তলিয়ে যায়। এতে তাদের মৃত্যু হয়।

এদিকে দীর্ঘ সময়েও তারা বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাবিবা সপ্তাহ খানেক আগে কাপাসিয়ার হিজলিয়ায় মামা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে এসেছিল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ১২:১৬ অপরাহ্ণ