নিজস্ব প্রতিবেদক:
ভেজাল সার উৎপাদন করায় নীলফামারীতে এ্যাডভান্স এ্যাগ্রো লিমিটেডের স্বত্বাধিকারীকে রফিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত আটটার দিকে নীলফামারী শহরের কালিতলা নামক স্থানে র্যাব-১৩ ও সিপিসি-২’র অভিযানিক দলের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আলী। দন্ডপ্রাপ্ত রফিকুল(৪০) শহরের নতুন বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) ভারপ্রাপ্ত কমান্ডার শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সার তৈরির উপকরণ, একটি ট্রাকও জব্দ করা হয়। অভিযানে থাকা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিকের ছয় মাস কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। তারা অবৈধভাবে সার উৎপাদন করে আসছিলো বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

