নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের দুর্যোগ মোকাবেলায় কোনো প্রস্তুতি নেই। বরং দুঃশাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে তারা এগিয়ে আছেন। সোমবার কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের পর আমরা দেখছি ক্রমাগতভাবে একটি রাজনৈতিক দল যারা একএক করে মানুষের বাক স্বাধীনতা হরণ এবং গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছে।
তিনি বলেন, সরকার বলছে দেশে উন্নয়ন হয়েছে। দেশে খাদ্য ঘাটতি নেই কিন্তু অর্থমন্ত্রী বলছে দেশে খাদ্য ঘাটতি চলছে। সুতরাং সরকার যা পরিচালনা করছে তাদের কথার যে অসংগতি, সেই অসংগতির মধ্যে প্রমাণিত হয় এই উপদ্রুত মানুষের কাছে আসা এবং তাদের দুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়ার জন্য সরকারের যে ধরনের কর্ম তৎপরতা দেখার দরকার সেটা আমরা কিছুই দেখি না।
রিজভী বলেন, আমরা দেখছি তারা শুধু শহরের দু-একটি জায়গা যাচ্ছে নামছেন আর ফটোসেশন ও ভুড়িভোজ সেরে চলে যাচ্ছেন। অথচ বিএনপির কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে ত্রাণ কমিটি করা হয়েছে এবং সারা দেশে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে ছড়িয়ে পড়ছে। সেই এই কর্মকান্ড গুলো দৃশ্যমান পরিদৃশ্যমান বলে জানান তিনি।
ষোড়শ সংশোধনী নিয়ে রিজভী বলেন, বর্তমান প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিলের যে রায় দিয়েছেন সেখানে তিনি দুঃশাসন, দুর্নীতি, গণতন্ত্রের ঘাটতির কথা বলেছেন। সংবিধানের মূল যে কথা বর্তমানে তার কোনো প্রতিফলন নেই ।
তিনি বলেন, প্রধান বিচারপতিকে চাপ দেয়ার জন্য সরকার নানান ভাবে কায়দা কানুন করছে। নানান ষড়যন্ত্র করছে। কিন্তু প্রধান বিচারপতি তার ন্যায় বিচারের জায়গায় দ-ায়মান আছেন। এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি প্রধান বিচারপতি তার অবস্থান ধরে রেখেছেন। কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে পৌর এলাকার ভেলাকোপর হানাগড় ও পাঁচগাছি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, শফিকুল ইলাম বেবু, মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ