১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

নৈশপ্রহরীসহ ২ জনকে হত্যা করে গরু লুট

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ সদর উপজেলায় খামারের নৈশপ্রহরীসহ দুইজনকে হত্যা করে ১০টি গরু লুট করেছে ডাকাতরা। সোমবার দুপুর একটার দিকে উপজেলার গোপালপুর এলাকার পুকুর পাড় থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- খামারের নৈশপ্রহরী ইদ্রিস আলী (৩২) ও মোজাফফর হোসেন মোজা (৩০)। তাদের বাড়ি একই এলাকায়। সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, দুপুর একটার দিকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ইদ্রিস আলীর লাশ হাত-পা বাঁধা অব্স্থায় ছিল।
ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ২:৫০ অপরাহ্ণ