১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

পদ্মায় কমছে পানি, শুরু হয়েছে ভাঙন

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় পানি কমেছে ৮ সেন্টিমিটার। আর শুরু হয়েছে ভাঙন। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন শিবচর উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৮ শতাধিক পরিবার।

ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই। ইতিমধ্যে দুই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, পদ্মায় পানি বাড়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট। যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে শিবচরের ৮টি ইউনিয়নে। শেষ সম্বল বাড়ি ঘরটুকু টিকিয়ে রাখতে শেষ চেষ্টাও চালাচ্ছেন অনেকে।

তবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরজানাজাত ইউনিয়নের ১৮টি গ্রামের বাসিন্দারা। এছাড়া পানিতে এখনো তলিয়ে আছে ২০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান। আর অনেক এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১:৫৪ অপরাহ্ণ