বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
‘মাইক্রোসফট’ ভাঁজ করা যায় এমন একটি সারফেস ফোন আনতে চলেছে। সংস্থাটি এই ফোনটি তৈরির জন্য প্যাটেন্ট সংগ্রহ করেছে। প্যাটেন্ট সংগ্রহ করা এই ফোনটির দুটি অংশ একটি কব্জা দিয়ে জুড়ে দেওয়া হবে। এছাড়াও ফোনটি তৈরি হবে সম্পূর্ণ মেটালিক বডিতে। মাইক্রোসফটের জনপ্রিয় হার্ডওয়্যার ব্র্যান্ড সারফেস। সম্প্রতি এ ব্র্যান্ডের একটি ল্যাপটপ বাজারে ছাড়ার কথা জানিয়েছে মাইক্রোসফট। এবার জানা গেল শুধু ল্যাপটপ নয় ফোনও আনছে সংস্থাটি। এর আগে ‘মাইক্রোসফট বেশ কয়েকটি ডিজাইনের ফোন আনতে কাজ করছে। তবে এগুলো সাধারণ ফোনের মতো হবে না।’ মাইক্রোসফটের সারফেস ফোনের প্যাটেন্ট দেখা এবার পরিষ্কার হয়েছে যে মাইক্রোসফট সাধারণ ফোন আনছে না। তারা বিশেষ ধরণের সারফেস ফোন নিয়ে কাজ করছে।
মাইক্রোসফটের সারফেস ফোন প্রকল্পে কাজ করছে বিশ্বের নামজাদা টেক এক্সপার্টরা। তারা সারফেস ফোনের প্যাটেন্ট নিয়ে কাজ করছেন। তারা জানান, মাইক্রোসফটের সারফেস ভাঁজ করা যাবে। এজন্য এতে কব্জা থাকবে। এছাড়াও মেটাল বডিতে ফোনটি তৈরি হবে ।
দৈনিকদেশজনতা/ আই সি