নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় চার লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত দুইটার দিকে ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া-সদরদী এলাকার সালাউদ্দীন আহমদের বাসায় অভিযান চালিয়ে ওই জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের সালাউদ্দীন আহমেদ, তার স্ত্রী ফাতেমা বেগম, সালাউদ্দীনের ভাতিজা সায়েদুল সর্দার এবং পটুয়াখালী গলাচিপা উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জুয়েল হাওলাদার।
বাড়ির মালিক রাকিবউদ্দিন জানান, সালাউদ্দীন সাত দিন আগে নিজেকে একজন মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে তার বাসাটি ভাড়া নিয়েছিল। পুলিশ জানায়, গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৩৫৬টি এবং ৫০০ টাকার ৯৮টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে সালাউদ্দীন, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই পীযূষ কান্তি হালদার বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে রবিবার বিকালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

