২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২৬

শ্রমিকদের ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ আগস্ট থেকে সকল গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক’ শীর্ষক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হবে। ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বেতন ও বোনাস সব বুঝিয়ে দেওয়া হবে বলে ব্যবসায়ী নেতারা আমাদের জানিয়েছেন। ঈদে নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ঈদের জামাতগুলোতে যাতে কেউ কোন নাশকতা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘শোলাকিয়া ও দিনাজপুরে বড় ঈদ জামাতে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির হওয়া পয়েন্টগুলোতে নিরাপত্তা ও তল্লাশীচৌকি বসানো হবে। আর চামড়া কেনা বেচা নিয়ে যেন কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকা দিয়ে যাতে চামড়া পাচার না হতে পারে সেজন্য সেখানে আলাদা নজরদারি রাখা হবে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনও পশুবাহী যানবহন তল্লাশীর জন্য থামানো হবে না। সারা দেশের হাইওয়েগুলোর পাশে ১৯৩টি পশুর হাট ও ২২৬টি হাট-বাজার আছে। এগুলোর কারণে যাতে সড়কে চলাচলে কোনও বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নৌপথে কোস্টগার্ড ও নৌপুলিশ টহল দেবে। ঈদের তিনদিন আগে থেকে নৌপথে বালুবাহী যান চলাচল বন্ধ থাকবে। মহাসড়কগুলোতে যাত্রীবাহী যানের পাশাপাশি পশুবাহী ট্রাক এবং জরুরি ওষুধ ও খাদ্যবাহী যান ছাড়া আর কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের ডিজি, বিজিবিরি ডিজি, আনসারের জিডি, কোস্ট গার্ডের ডিজি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ