২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৮

মানিকগঞ্জে প্লাবিত নিম্নাঞ্চল

মানিকগঞ্জ প্রতিনিধি:  

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। জেলার সবক’টি নদীর পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরির্বতিত রয়েছে। এতে এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে । রোববার পর্যন্ত যমুনার পানিতে ৭টি উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ভেঙে গেছে। এতে এলাকার শত শত একর ফসলি জমি ও অসংখ্য ঘরবাড়ি ডুবে গেছে। পাকা সড়কে পানি ওঠায় কয়েকটি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার ইদ্রিস আলী জানান, বন্যার পানিতে তার কয়েক বিঘা ধানক্ষেত তলিয়ে গেছে। তার পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটছে।

পানি উন্নয়ন বোর্ড গ্রেস রিডার (জিআর) ফারুক হোসেন বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে রোববার সকাল নয়টায় পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবারও এটি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এভাবে কমতে থাকলে দু’একদিনের মধ্যে পানি নিয়ন্ত্রণে চলে আসবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ