১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

বার্সার এখন আইভোরিয়ানের দিকে চোখ

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার কিছুতেই কিছু হচ্ছে না। ক্লাবটি নেইমারের জায়গা পূরণে এ দ্বার থেকে ও দ্বার ঘুরেও ব্যর্থ হচ্ছে। ফিলিপ কুতিনহোকে লিভারপুল থেকে আনা যাচ্ছে না। উসমান ডেম্বেলেকে ছাড়তে বুরুশিয়া ডর্টমুন্ড রাজি হচ্ছে না। এবার কাতালানরা তাই এক আইভোরিয়ানের দিকে নজর দিয়েছে। তারা ফরাসি ক্লাবের নিসের ফরোয়ার্ড জন মিকাইল সেরিকে আনতে আগ্রহ দেখিয়েছে।

গোলডট কম জানিয়েছে, তারা কুনিতহো আর ডেম্বেলের ব্যাপার আবার শীতলতা চলে আসায় সেরিকে টার্গেট করেছে। তাদের এই ফরোয়ার্ডের জন্য ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি সমস্যা নেই। ২৬ বছর বয়সী সেরি ২০১৫ সাল থেকে ফ্রান্স লিগ ওয়ানের দল ওজিসি নিসের হয়ে খেলছেন। তার দুই মৌসুম থেকে নজরকাড়া পারফরম্যান্স রয়েছে।

চলতি মাসে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে কাতালুনিয়া মুল্লুক ছেড়ে ফরাসী ক্লাব পিএসজিতে পাড়ি জমান। নেইমার চলে যাওয়ায় বার্সার আক্রমণভাবে শূন্যতা বিরাজ করছে। তাদের নেইমারবিহীন খেলতে নেমে মৌসুমের প্রথম দুই এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৫ গোল হজম করতে হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ