২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

বন্যার্তদের পাশে দাঁড়াতে মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রবাসীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছে চাঁদপুর সমিতি মালয়েশিয়া। আয়োজকরা আশা করছেন ১৫ লক্ষাধিক টাকা তারা পাঠাতে পারবেন। শুক্রবার রাতে রাজধানী কুয়ালালামপুরের ফুড ভিলেজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঁদপুর সমিতি মালয়েশিয়ার পক্ষ থেকে এ কথা জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান চাঁদপুর সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মাসুদ রানা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চাঁদপুর সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা আকতার হোসেন গাজী। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসে আমরা এসেছি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। মাতৃভূমির এমন ক্রান্তিলগ্নে আমরা প্রবাসীরা দলমত নির্বিশেষে এগিয়ে আসতে চাই। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর সমিতির পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য ত্রাণ তহবিল গঠন করে দেশে পাঠাবো, যা আগামী সপ্তাহেই দেশে পাঠানো হবে। আমরা আশা করছি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমত এগিয়ে আসবে দেশের কল্যাণে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা দাতু শ্রী হাজী মো. জ্যাম বিন আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, মো. সেলিম, মনির মিজি, চাঁদপুর সমিতি মালয়েশিয়ার ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি এম এ কালাম, সহ-সভাপতি বারেক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক গাজী ফরিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক শামছুজ্জামান নাঈম, প্রচার সম্পাদক কায়সার হামিদ হান্নান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য মো. মিনহাজ, মো. সোহাগ শেখ, মো. আলামিন প্রমুখ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ৯:২৬ অপরাহ্ণ