২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৩

বন্যা ও জোয়ারের পনিতে মতলব ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বন্যার পানি ও জোয়ারের পনিতে মতলব ফেরি চলাচল বন্ধ। ভাটায় ফেরি চলাচল। ধনাগোদা নদীতে বন্যা ও জোয়ারের পানিতে দু’পাড়ের গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ। ভাটায় ঝুকি নিয়েই যানচলাচল। নদীর দু’পাড়ে তীব্র যানজট। জনর্দূভোগ চরমে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পযর্ন্ত ফেরি বন্ধ ছিল। ভাটায় কিছুটা পানি কমলে চালকদের বিশেষ অনুরোধে অতি ঝুকি নিয়েই ক’টি গাড়ি পারাপার। শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নদীতে হঠাৎ করে বন্যার পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় এবং তার সাথে জোয়ারে পান বৃদ্ধিতে ফেরি দু’পাড়ের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে রয়েছে। ভাটায় কিছুটা পানি কমলে যানবাহন চালকদের বিশেষ অনুরোধে অতি ঝুকি নিয়েই ক’টি গাড়ি পারাপার করতে গিয়ে ক’টি যানে পানি প্রবেশ করে নষ্ট হয়ে পানিতে পড়ে আছে। এতে দু’পাড়ে থাকা আটকা পড়া মাইক্রো, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, সিএনজি, অটোবাইক, মোটর সাইকেল, ট্রাকসহ অন্যান্য প্রায় দু’শতাধিক যানবাহন দীর্ঘ সময় অপেক্ষা করে পাড় হতে না পাড়ায় চরম দূভোর্গ পোহাতে হয়। উপায়ন্ত না পেয়ে এবং ফেরি চলাচল বন্ধ থাকায় মতলব দক্ষিণ পাড়ের যানবাহনগুলো পেন্নাই সড়ক হয় গৌরিপুর দিয়ে গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে যায়। অপর দিকে উত্তরের পাড়ের আটকা পড়া যানবাহনগুলো দাউদকান্দি দিয়ে গন্তব্যে চলতে দখা যায়। ফেরির ঠিকাদার ও মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী জানান, হঠাৎ করে নদীতে বন্যা পানি বৃদ্ধি পাওয়ায় এবং এর সাথে জোয়ারের পানি মিশে দু’পাড়ের গ্যাংওয়ে তলিয়ে যায়। এতে করে ফেরি চলাচল বন্ধ থাকে। ভাটায় কিছুটা পানি কমলে যানবাহন চালকদের বিশেষ অনুরোধে কিছু গাড়ি পারাপার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ