১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

শেরপুরে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

শেরপুরের শ্রীবরদীতে ২শ পিস ইয়াবাসহ আব্দুল আল মামুন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে শহরের বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দী গ্রামের গোলাম হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই এলাহীর নেতৃত্বে শুক্রবার রাতে শ্রীবরদী শহরের বটতলা বাজার নামকস্থানে অভিযান চালায়। এসময় আব্দুল আল মামুন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে পকেট থেকে বের করা মাত্রই তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে ২শ পিছ ইয়াবা উদ্ধার করে।

শেরপুরের ডিবির ওসি কামরুজ্জামান তালুকদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মামুন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ