২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৪

এজবাস্টনে পাহাড় ডিঙ্গানোর চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক:

আগের দিনই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিলো। প্রথম দিনেই দেড়শ রান পার করা অ্যালেস্টার কুক দ্বিতীয় দিনে ঠিকই ডাবল সেঞ্চুরি তোলে নিয়েছেন। ডেভিড মালানও দিয়েছেন যোগ্য সঙ্গ। পরের দিকের ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেললেও ইংল্যান্ডের পাঁচশ ছাড়িয়ে যেতে সমস্যা হয়নি। তারা  ৮ উইকেটে ৫১৪ রান করে ইনিংস ঘোষণা করেছে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেটে ৪৪ রান।

শুক্রবার দিবারাত্রির এজবাস্টন রুটের দল টেস্টের দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৩৪৮ রান নিয়ে নেমেছিলো। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুক আর মালানের জুটি এদিনও জমে যায়। দলীয় ৪৪৯ রানের মাথায় ৬৫ রান করে মালান আউট হন। কুক অপরদিকে ছিলেন দুর্দান্ত। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে তোলে নেন ৬ হাজার টেস্ট রান। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তোলে তিনি এগিয়ে যাচ্ছিলেন আড়াইশ রানের দিকে। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ২৪৩ রান করে রোস্টন চেজের স্পিনে কাটা পড়েন। তখনি আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। তার আগেই অবশ্য স্টোকস, বেয়ারস্টো আর মঈন আলিকে তোলে নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ানরা চাপ তৈরি করেছিলো। অলরাউন্ডার রোস্টন চেজ ১১৩ রানে নেন ৪ উইকেট।

শেষ সেশনে হোল্ডারের দল ব্যাট করতে নেমে কোন রান তোলার আগেই ক্রেগ ব্রেথওয়াইটকে হারায়। এই ওপেনার জেমস অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হতে ক্যাচ দেন। তবে সে ধাক্কা সামাল দিয়েছেন পাওয়েল আর হোপ। দুজনে মিলে কাটিয়ে দিয়েছেন বাকিটা সময়। ১ উইকেটে ৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবিয়ানদের প্রথম টার্গেট থাকবে ফলো অন এড়ানো।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫১৪/৮ ডিক্লে (কুক ২৪৩, রুট ১৩৬; চেজ ৪/১১৮)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৪/১ (হোপ ২৫*, পাওয়েল ১৮*; অ্যান্ডারসন ১/১৭)

 

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ