১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

বরিশালে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলায় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। উপজেলার উলানবাটনা গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার রাত পৌনে একটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উলানবাটনা গ্রামের জব্বার খানের ছেলে আক্তারুজ্জামান খান (৪৮) ও সরব আলী হাওলাদারের ছেলে রেজাউল করিম (৪২)। কাউনিয়া থানার ওসি মো. নূরুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও কার্তুজ জব্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ