স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া ক্রিকেট দল আলোচিত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে স্টিভেন স্মিথরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রায় এক যুগ পর বাংলাদেশ আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে। এবার আর কোনো সংশয় নেই। দলটা অস্ট্রেলিয়া বলেই প্রতীক্ষাটা এমনিতে বেশি। কিন্তু এই সিরিজ নিয়ে গেল দুবছরের টানাপোড়নে তীব্র প্রতীক্ষাটা হয়েছে। ২০১১ সাল থেকেই প্রতীক্ষাটা শুরু বোধহয়। সেবার বিশ্বকাপের পর পরই মাইকেল ক্লার্কের দল বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলেছিল। বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলা তখন যেন তাদের কাছে সময় নষ্ট করার সামিল। পরে কোন এক সময় এসে দুই টেস্ট খেলব, এমন সান্ত্বনা দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতে কত গাইগুই। বোর্ড কর্তাদের অনেক দূতিয়ালির পর ২০১৫ সালে এসে কুলীন দলটি রাজি হয়। ঠিক হয় তারা অক্টোবর-নভেম্বরে দুই টেস্ট খেলতে আসবে। সূচি চূড়ান্ত হয়। দল ঘোষণা হয়। তখন বাংলাদেশ আটঘাট বেধে সব প্রস্তুতি নিয়ে মাঠে নামে। বিমানে উঠার আগেই হঠাৎ নিরাপত্তার কারণ দেখিয়ে তারা সফর বাতিল করে দেয়।
এরপর গণমাধ্যম জুড়ে শুরু হয় তোলপাড়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রপ্রধান মানের নিরাপত্তার ওয়াদাও করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয় তাদের কিছুই করার নেই। সরকারের গ্রিন সিগন্যাল নেই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেদ্ বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। অবশ্য এর আগে ২২-২৩ আগস্ট স্মিথরা দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।
দৈনিকদেশজনতা/ আই সি