নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় খাদিজা আক্তার (২৫) ও জান্নাতুল ফেরদাউস (৫) নামে দুইজন নিহত হয়েছে। কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকায় একটি গলির বাসা থেকে খাদিজা আক্তার তার ভাতিজি জান্নাতুল ফেরদাউসকে সঙ্গে নিয়ে রাস্তায় যাচ্ছিলেন। গলিপথ থেকে রাস্তায় উঠার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, বাসার গলি থেকে বের হয়ে রাস্তায় উঠার সময় প্রাইভেটকারের চাপায় তারা নিহত হন।প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

