১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর রেল গেইটের কাছে এই দুর্ঘটনা ঘটে। সড়কে মোড় নেওয়ার সময় ট্রাকের পেছনে মোটর সাইকেলের ধাক্কায় ওই তিন জন নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।
জানা গেছে, ওই তিনজন একে খান গেইটের দিক থেকে মোটরসাইকেল নিয়ে ফয়েজ লেকের দিকে আসছিলেন। রেল গেইট অতিক্রম করে বাঁক নিতে গিয়ে মোটরসাইকেলটি চলন্ত মালবোঝাই ট্রাকের পেছন সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৭ ৫:৫১ অপরাহ্ণ