১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

বিএনপির সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্টধদূত পিয়েরে মায়াদু।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা রিয়াজ রহমান, আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপির গুলশান কার্যালয় সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ