১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৩২

বান্দরবানে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে জান্নতুল বকেয়া (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার রেফারফারী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নতুল বকেয়া সৌদি প্রবাসী মো. মোর্শেদের স্ত্রী। পুলিশ জানায়, নিজ বাড়িতে ২ সন্তান নিয়ে একাই থাকতেন জান্নাতুল বকেয়া। সকালে স্থানীয়রা ঘরে লাশ দেতে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহতের গায়ে একাধিক আঘাতের দাগ পাওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে বিষয়টি জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চৈক্ষ্যং ইউপির চেয়ারম্যান মো. ফেরদৌস জানান, কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৫:১১ অপরাহ্ণ