রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্তান প্রসব করেছেন শাপলা বেগম নামের এক মা। চিকিৎসকদের অবহেলায় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শাপলা চারঘাট মিয়াপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহিদুলের স্ত্রী। শাপলার শ্বশুর জামাল উদ্দিন জানান, বুধবার দুপুরে প্রসব বেদনা উঠলে শাপলাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই কর্তব্যরত নার্স মনজুয়ারা খাতুন ও চিকিৎসকদের অবহেলা লক্ষ্য করা যায়। সন্ধ্যার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অথবা ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে রাত নয়টার দিকে প্রসূতিকে অন্য হাসপাতালে নিতে বের করা হয়। শাপলা এ সময় হাসপাতালের গেটেই সন্তান প্রসব করেন। এ নিয়ে প্রসূতির অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। অবস্থা বেগতিক দেখে ডা. আলী জামান নবজাতককে দ্রুত হাসপাতালের ভেতরে নিয়ে চিকিৎসা শুরু করেন। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে পরে ডা. আলী জামান সাংবাদিকদের জানান, তারা ঠিকঠাক প্রসূতির চিকিৎসা করছিলেন। কিন্তু স্বজনেরা তাদের না জানিয়ে প্রসূতিকে হাসপাতালের বাইরে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। অভিযোগের প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিকদেশজনতা/ আই সি