১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১
Gorakhpur: A view of children admitted at the Baba Raghav Das Medical College (BRDMC) hospital in Gorakhpur on Aug 12, 2017. 60 children died in the past five days at BRDMC hospital. (Photo: IANS)

ভারতে শিশু মৃত্যু অক্সিজেনের অভাবে হয়নি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিকেল কলেজে অক্সিজেনের অভাব অর্ধ শতাধিক শিশু মৃত্যুর জন্য দায়ী নয়। কেন্দ্রীয় তদন্তকারী দল দেশজুড়ে এই বিতর্কে ব্যাখ্যার মধ্যে দিলেন। উত্তরপ্রদেশ সরকার ও তার অধীনে থাকা বিআরডি হাসপাতালের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী দল এই বক্তব্য জানিয়েছে। তদন্তকারী দল তাদের প্রতিবেদনে শিশুমৃত্যুর জন্য সমন্বয়ের অভাব, চিকিৎসকদের কাজের শিথিলতাকে দায়ী করেছে। গত রবিবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দলটি হাসপাতালে গিয়েছিল শিশু মৃত্যুর খবর শুরু হতেই। প্রশাসনের কর্তারা তিন সদস্যের ওই দলের সামনে শিশু মৃত্যুর কারণ তুলে ধরেছিলেন।

তদন্ত কমিটি জানিয়েছে, ‘আমাদের কাছে যে তথ্য ও পরিসংখ্যান তুলে দেওয়া হয়েছে, তাতে মনে হয় না অক্সিজেন সরবরাহের অভাবে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। বরং হাসপাতালের রেকর্ড অনুযায়ী, গত বছরের এই সময়ের তুলনায় এবার মৃত্যুর সংখ্যা কম। তদন্ত কমিটিতে দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসক হর্ষ চিলানি, দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতালের চিকিৎসক সুষমা নাঙ্গিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন। চিলানি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছেন। তবে তারা এ বিষয়ে আরও তথ্য চেয়ে পাঠিয়েছেন। বিআরডি হাসপাতালে চলতি বছরের ১ থেকে ১২ আগস্টের মধ্যে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। কিন্তু গত বছর এই সময়ে মৃত্যু হয়েছিল ১৩৮ জনের। আর এ বছর জুলাইয়ে ২০০ জনের মৃত্য হয়েছে । গত বছর জুলাইয়ে মৃত্যু হয়েছিল ২৯২ জনের।

বিআরডি হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী সংস্থা পুষ্পা সেলস তাদের বকেয়া অর্থের দাবিতে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিল। তার জেরেই হাসপাতালের এনসেফ্যালাইটিস ওয়ার্ডে প্রায় ৬৪ জন শিশুর মৃত্যুর খবরে গোটা দেশ উত্তাল হয়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৪:১৪ অপরাহ্ণ