১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

হবিগঞ্জে শিবির অফিসে ফের অভিযান, মামলা

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় শিবিরের অফিসে ফের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এই অভিযান চালায় পুলিশ। এদিকে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১ জন শিবির নেতার নাম উল্লেখ করে ৫০/৬০ জন শিবির নেতাকর্মীদেরকে আসামি করে পৃথক দুইটি মামলা করেছে।

পুলিশ জানায়, বুধবার সরকারবিরোধী গোপন বৈঠকের খবর পেয়ে শহরের অনন্তপুর এলাকায় ছাত্রশিবিরের অফিসে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা হামলা চালায়। এতে ওসি তদন্ত মানিকুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এসময় তিন শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়। তারা হলো— শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে সরোয়ার (২০), কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার কাটখাল গ্রামের রনু মিয়ার ছেলে নাজমুল হোসেন (২১) ও জেলার মাধবপুর উপজেলার কাটুরা গ্রামের হিরা মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারদের স্বীকারোক্তিতে বৃহস্পতিবার ভোর রাতে শিবির অফিসে ফের অভিযান চালানো হয়। এসময় পাইপগান, গুলি ও জিহাদী বই উদ্ধার করা হয়। পরে আটক শিবিরকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি মেসে পুলিশ অভিযান চালায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ