১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

গরমে নতুন ট্রেন্ড ‘শর্ট হেয়ার’ কাট

লাইফ স্টাইল ডেস্ক:

ল্যাকমে ফ্যাশন উইক শেষ হতেই বদলে গেছে ফ্যাশন ট্রেন্ডও৷ ফ্যাশন এক্সপার্টরা বলছেন, এবারের সামার স্টাইল স্টেটমেন্ট হওয়া উচিত ছোট চুল সঙ্গে কালার৷ বিখ্যাত স্টাইল এক্সপার্টরা জানিয়েছেন, একজন মানুষের গোটা লুকটাই নির্ভর করে চুলের উপর৷ চুলের সঙ্গেই জড়িত তার মনের যাবতীয় অনুভব৷ তবে সারাবছর একঘেয়ে চুল মোটেই ভালো দেখায় না৷ তাই মাঝে মধ্যে হেয়ারস্টাইল বদল করলে প্রশংসাও পাওয়া যাবে অনায়াসে৷ ছোট চুলে বিভিন্ন ধরনের কালার বা হাইলাইট হাল এই গরমে একেবারে মানিয়ে যাবে৷ বার্গেন্ডি, পিচ, ম্যাজেন্ডা থাকতে পারে হেয়ার কালারে৷ আর হাইলাইট করতে চাইলে অবশ্যই লাইট গোল্ডেন৷ অনেকদিন পর্যন্ত লম্বা কোঁকড়া চুল ছিল হট ট্রেন্ড৷ কিন্তু ফ্যাশনের রদবদল তো ঘটবেই৷ অবশ্য যারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাদের ক্ষেত্রে লম্বা চুলই সবচেয়ে মানানসই৷

তথ্য ও ছবি  : ইন্টারনেট

 

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ