১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

নিউমার্কেটে পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ কোয়ার্টারে গলায় ওড়না পেঁচিয়ে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম তাসলিমা আক্তার (৩৫)।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তাসলিমা মাগুরা সদর থানার দূর্গাপুর গ্রামের আমিরুজ্জামানের স্ত্রী। তার স্বামী পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশনের উপপরিদর্শক পদে কর্মরত রয়েছেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান আছে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর নিউমার্কেটের পুলিশের কোয়ার্টার নিহারিকার অষ্টম তলায় বসবাস করতেন।

তাসলিমার ভাই ইমরান বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাসলিমা ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত নয়টার দিকে দরজা ভেঙে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১:২২ অপরাহ্ণ